উখিয়ায় পাহাড়ে বাড়ি ধসে শিশু নিহত
প্রকাশিত : ১৩:৪৯, ৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:৫১, ৬ জুলাই ২০১৭
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ী এলাকার একটি বাড়ি ধসে এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শাহরিয়ার হোসেন রাব্বী (৬)। তার বাবার নাম সরোয়ার ইসলাম।
কয়েক বছর ধরে সরোয়ার ইসলাম পরিবার নিয়ে পাহাড়ে বসবাস করছিলেন। টানা ভারি বৃষ্টিতে বুধবার রাতে বাড়ির একাংশ ধসে পড়ে। ওই অংশের চাপায় শাহরিয়ার মারা যায়।
পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভারি বৃষ্টিতে পাহাড়ধস ও প্রাণহানির আশঙ্কায় দুদিন ধরে এলাকায় মাইকিং করা হচ্ছে। তবে পাহাড়ে বসবাসকারীরা কিছুতেই সতর্ক হচ্ছেন না।
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে নারীর মৃত্যু : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে।
ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম পাড়ায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে নিহত ছেমুনা খাতুন (৪৪) ঘুমধুম পাড়ার মোহাম্মদ মাজেদের স্ত্রী।
//এআর
আরও পড়ুন