ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

উগান্ডায় আবর্জনার পাহাড় ধসে নিহত বেড়ে ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ১৯ আগস্ট ২০২৪ | আপডেট: ২১:২৬, ১৯ আগস্ট ২০২৪

উগান্ডার রাজধানী কাম্পালায় গত সপ্তাহে আবর্জনার পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ এ পৌঁছেছে৷ তাদের মধ্যে ১২ জন বয়সে নবীন, উগান্ডার পুলিশ জানিয়েছে এই তথ্য৷

গতসপ্তাহে কাম্পালার উপকণ্ঠে একটি আবর্জনার পাহাড়ের বড় অংশ ভেঙে পড়ে৷ আবর্জনা ফেলার স্থানটির পাশেই কয়েকটি ঘরবাড়ি ছিল৷ সেখানে বেশ কয়েকজন ঘুমন্ত মানুষ আবর্জনার চাপে পড়ে প্রাণ হারান৷ 

গত বুধবার অবধি নয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ সেসময় পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল৷ এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে, কিছু মরদেহের অবস্থা এমন হয়েছে যে, সেগুলোকে আর শনাক্ত করা যাচ্ছে না৷

পূর্ব আফ্রিকার দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুষলধারে বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটলো৷ সেখানে মাত্রাতিরিক্ত বন্যার কারণে ক্ষতির মাত্রাও বেড়েছে৷

কাম্পালার একমাত্র ময়লার ভাগাড়টির আশেপাশের মানুষ অনেকদিন ধরেই সেখানে বিপজ্জনক আবর্জনা ফেলা হয় বলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিযোগ করে আসছিলেন৷

আফ্রিকায় এর আগেও আবর্জনার বড় স্তূপ ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে৷ ২০১৭ সালে ইথিওপিয়ার এরকম এক ঘটনায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি