ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

উগ্র শ্বেতাঙ্গ ও বিচ্ছিন্নতাবাদীদের নিষিদ্ধ করবে ফেসবুক

প্রকাশিত : ১০:৫৬, ২৮ মার্চ ২০১৯

শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদকে সমর্থন, প্রশংসা ও উপস্থাপন করে এমন সব বিষয় ব্লক করবে ফেসবুক। ব্লক করে দেওয়া হবে এ সব ব্যক্তিদের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই কার্যক্রম।

ফেসবুক প্রতিশ্রুতি দিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্তদের গতিবিধি সনাক্ত করার সামর্থ অর্জন করে তাদেরকেও সরিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একজন বন্দুকধারী হত্যাকাণ্ড চালানোর সময় সেটি ফেসবুকে লাইভ দেখায়। ওই হামলায় অর্ধশত মানুষ মারা যায়। এ সব বিষয় নিয়ে সরব হয়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্ব। এরপরই চাপের মুখে পড়ে ফেসবুক।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু পোস্টম্যান না, তারা প্রকাশকও। তাই এসব ব্যাপারে তাদের দায় আছে।’

ফলে ক্রাইস্টচার্চের ওই হত্যাকাণ্ডের পর এ ধরনের ঘোষণা দিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি