ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আপোস মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ৭ মে ২০১৭ | আপডেট: ১৮:৩০, ৭ মে ২০১৭

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরন, ভাস্কর্য অপসারন, কওমি মাদ্রাসার অন্যায্য মর্যাদা দানসহ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে সরকারের আপোস মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর গোলটেবিল বৈঠকে তারা অভিযোগ করেন, বর্তমান সমাজ জামায়াতি আর হেফাজতিদের চক্রে চলে যাচ্ছে। প্রতিবাদে সাংস্কৃতিক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা উদীচীর সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফী, শিক্ষাবিদ অধ্যাপক রনজিৎ দে, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি