ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

উচ্ছ্বাস- আনন্দের পাশাপাশি বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে স্বাধীনতা দিবস

প্রকাশিত : ১৯:৪০, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৭, ২৬ মার্চ ২০১৬

উচ্ছ্বাস- আনন্দের পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলাসহ বিভিন্ন আয়োজনে রাজধানীতে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। বিশেষ এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কায়েদীদের উন্নত খাবার দেয়া করা হয়। independance dayস্বাধীনতা দিবসে রাজধানীর প্রধান প্রধান সড়ক, সড়ক দ্বীপ সুশোভিত হয়ে উঠে জাতীয় পতাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, শিশুরা অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। বিশেষ দিনে দেশ আর প্রিয় নেতার ছবি আঁকতে পেরে খুশি তারা। এ’সময় নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান বিশিষ্টজনেরা। শিশু একাডেমি প্রাঙ্গনে আয়োজন করা হয় বইমেলার। স্বাধীনতা দিবসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, স্বজনদের পাঠানো খাবার কায়েদিদের কাছে পৌঁছানোর শর্ত শিথিল করায় ছিল উপচেপড়া ভিড়। কারাগারের পক্ষ থেকেও ছিল উন্নতমানের খাবারের আয়োজন। মুক্তি দেয়া হয়েছে ২৫ কায়েদীকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে রক্তদান কর্মসূচির আয়োজন করে রেডক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সংগঠন। এছাড়া, রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি