উজবেকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় বাংলাদেশ
প্রকাশিত : ০৯:১২, ২৭ মে ২০২৩ | আপডেট: ০৯:১৫, ২৭ মে ২০২৩
জুনিয়র এশিয়া কাপ হকিতে এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে মামুনুর রশিদের দল।
ওমানের সালাহ স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের যুবারা। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন আমিরুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টারে আবারও পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান আমিরুল। তৃতীয় কোয়ার্টারে আরও একটি গোল পায় বাংলাদেশ। তবে চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ দেয় উজবেকিস্তান।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল বি’র তৃতীয় স্থানে আছে লাল সবুজের প্রতিনিধিরা।
২৮ মে চতুর্থ ম্যাচে বাংলাদেশল প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।
এএইচ