ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উটের বাজির ঘোড়া ক্রোয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১৪ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৫৩, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

এবার ফাইনালের লড়াই কে সামনে রেখে শিরোপা কার ঘরে উঠবে এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে উট শাহীন। উটের কথায় মিলছে ফুটবল প্রেমীদের হাজারো প্রশ্নের উত্তর। ফ্রান্স দলে কারা হয়ে উঠতে পারেন তুরুপের তাস? ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে কারা করবেন বাজিমাত? এমন প্রশ্নের উত্তর মিলছে শাহিনের ভবিষ্যদ্বাণীতে।

ফ্রান্স দলে তারকার কমতি নেই। গোলপোস্টে হুগো লরিস থেকে শুরু করে ডিফেন্সে পাভার্ড, ভারানে, উমতিতি, হার্নান্দেজ। মিডফিল্ডে রয়েছেন পল পগবা, কান্তে, মাইতুইদির মতো তারকারা। এমবাপ্পে, গ্রিজম্যান ও জিরুডকে সামনে রেখে আক্রমণভাগ সাজাবেন দিদিয়ের দেশ।

অপরদিকে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠেছে ক্রোয়েশিয়া। গোলপেস্টের নিচে দানিজেল সুবাসিচ ইতোমধ্যেই নিজেকে নিয়ে গেছেন অনেক উপরে। ডিফেন্সে রয়েছেন লভরেন, ভিদা, পিভারিচ। মিডফিল্ডে রয়েছেন রাকিটিচ, কোভাসিস, লুকা মদ্রিচের মতো তারকারা।

এতসব তারকাদের ভিড়ে বিভিন্ন সময় ভবিষ্যদ্বাণী করে আলোচনায় রয়েছে রাশিয়ার বিড়াল অ্যাকিলিস ও আরব আমিরাতের উট শাহীন। কিন্তু আলোচনায় আবারো সেই শাহীন উট। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। তবে কোয়ার্টার ফাইনালের প্রথম দুই ম্যাচের ভবিষ্যদ্বাণী সঠিক হলেও পরের দুটি ম্যাচে ভুল প্রমাণিত হয়। সেমিফাইনালের দুটি ম্যাচেরই সঠিক জয়ী চিহ্নিত করেছে শাহীন।

এবার ফাইনালের লড়াই কে সামনে রেখে শিরোপা কার ঘরে উঠবে এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে উট শাহীন। আর তার ভাষ্য হচ্ছে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়া ক্রোয়েশিয়ার ঘরেই যাবে রাশিয়া বিশ্বকাপের শিরোপা।

উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। এবার উট `শাহিন` ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে।
২০ বছর আগে সেমিফাইনালে হারের জ্বালা মেটাবে ক্রোয়েশিয়া? না কী ২০ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা উঁচু করে ধরবে ফ্রান্স? উত্তর জানতে অপেক্ষা করতে হবে রোববার রাতে ফাইনালের শেষ বাঁশি বাজা পর্যন্ত। শিরোপা জয়ের মহারণে বাংলাদেশ সময় রাত ৯ টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু`দল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি