ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চলবে: টিলারসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৬ অক্টোবর ২০১৭

উত্তর কোরিয়ার সমস্যা থেকে বের হতে  কূটনৈতিক আলোচনার পথে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী  রেক্স টিলারসন ৷ টিলারসন বলেন, উত্তর কোরিয়ার ছোড়া প্রথম বোমা ভূপাতিত হওয়ার আগ পর্যন্ত তাঁর দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে।

সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকারে স্থানীয় সময় রোববার টিলারসন এমন মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও মিত্র রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কোরীয় উপদ্বীপে সামরিক মহড়া শুরুর একদিন আগে উত্তর কোরিয়ার বিষয়ে নিজ দেশের অবস্থান জানালেন টিলারসন।

উত্তর কোরিয়া আর আমেরিকার মধ্যে পরিস্থিতি যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তা জানিয়েছেন টিলারসন৷ একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষা করে নিজেদের শক্তির জানান দিচ্ছেন পিয়ংইয়ং৷

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। অন্যদিকে, ট্রাম্পের এ বক্তব্যকে কুকুরের ঘেউ ঘেউয়ের সঙ্গে তুলনা করেন  উত্তর কোরিয়া।

মর্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান এ উত্তেজনার মধ্যে  সিএনএনের টক শোতে টিলারসন জানান উত্তর কোরিয়ার সমস্যা সমাধানে কূটনীতিকে অগ্রাদিকার দেবে তাঁর দেশ ।

সূত্র : বিবিসি।

এম/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি