উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা নিরসনে আলোচনার আহ্বান
প্রকাশিত : ০৮:৫৭, ২৮ এপ্রিল ২০১৭ | আপডেট: ০৯:২৯, ২৮ এপ্রিল ২০১৭
উত্তর কোরিয়া নিয়ে চলমান উত্তেজনা নিরসনে সবাইকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন।
মস্কোয় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া দু’দেশকেই বিরোধপূর্ণ বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। দুই দেশেরই শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপ প্রয়োজন বলে জানান পুতিন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, উত্তর কোরিয়া আর কোনো পারমাণবিক পরীক্ষা চালালে প্রতিবেশী দেশ চীন বিভিন্ন বিষয়ে নিষোধাজ্ঞা আরোপ করবে। ট্রাম্প প্রশাসনকে চীন এমনটাই জানিয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন