ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

উত্তর কোরিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ৩ জুন ২০১৭ | আপডেট: ১০:০৭, ৩ জুন ২০১৭

পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করতে উত্তর কোরিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।
স্থানীয় সময় শুক্রবার নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। এতে সম্মতি জানায় ১৫ সদস্য দেশ। এর ফলে, উত্তর কোরিয়ার ৪টি প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ এবং দেশটির বহির্বিশ্বে কার্যক্রম চালানো গোয়েন্দা সংস্থার প্রধানসহ ১৪ নাগরিক বিশ্বব্যাপী ভ্রমণে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। এ’নিয়ে উত্তর কোরিয়ার ৩৯ নাগরিক ও ৪২টি প্রতিষ্ঠান জাতিসংঘের কালো তালিকাভুক্ত হলো। নতুন করে এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে উত্তর কোরিয়াকে কড়া বার্তা দিলেও আলোচনার পথ খোলা রেখেছে জাতিসংঘ।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি