উত্তর কোরিয়ার নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছিল সিআইএ
প্রকাশিত : ০৯:০৯, ৬ মে ২০১৭ | আপডেট: ০৯:২৩, ৬ মে ২০১৭
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সিআইএ হত্যার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেছে দেশটির সরকার
সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মিলে এ পরিকল্পনা করে বলে দাবি তাদের। এ ক্ষেত্রে তারা জৈব-রাসায়নিক অস্ত্র ব্যবহার করার চেষ্টা চালায়। প্রকাশ্য কোন অনুষ্ঠানে এ হত্যাকান্ডের পরিকল্পনা ছিলো বলে জানায়, দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। এ কাজে চক্রটি কিম নামের এক উত্তর কোরিয়ান নাগরিককে নিয়োগ করে। হত্যাকান্ডে তিন লাখ ডলারের চুক্তিও হয় বলে জানা যায়। উত্তর কোরিয়ার এই অভিযোগ পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
আরও পড়ুন