উত্তর সিটির খাল দখলমুক্ত করে তৈরি হচ্ছে ওয়াকওয়ে-সাইকেল লেন (ভিডিও
প্রকাশিত : ১২:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকা উত্তরের সুতিভোলা খালের সাত কিলোমিটার উদ্ধার করে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও সাইকেল লেন। দখলমুক্ত করা হচ্ছে প্যারিস খালও। এভাবেই তিন বছরের মধ্যে সব খাল উদ্ধারের পর ২৯ কিলোমিটার হাঁটার রাস্তা ও সাইকেল লেন তৈরি করবে উত্তর সিটি করপোরেশন।
রাজধানীর মিরপুরের প্যারিস খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় খালটি উদ্ধারে নিজেই মাঠে নামেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তার সাথে ছিলো স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের বারোশ’ কর্মী।
বছর কয়েক আগে ওয়াসার কাছ থেকে খালটি বুঝে পায় ডিএনসিসি। এরপর খালের সীমানা নির্ধারণে বাকিটা সময় পার হয়। এবার খাল উদ্ধার করে ওয়াকওয়ে ও সাইকেল লেন তৈরি করতে চান মেয়র।
উত্তর সিটির খালগুলোর ২৯ কিলোমিটারের মধ্যে সাত কিলোমিটারের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। বাকি অংশের কাজ ফান্ড আসার পর শুরু হবে। তবে তিন বছরের মধ্যেই সব শেষ করতে চান মেয়র।
দখলদার যত প্রভাবশালীই হন না কেনো খাল উদ্ধারে কোনো আপস হবে বলে সাফ জানান উত্তর সিটির মেয়র।
এমএম//
আরও পড়ুন