ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

উত্তরা-১০ নম্বর সেক্টরের প্রায় সব রাস্তাই চলাচলের অনুপযোগী

প্রকাশিত : ০৯:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ২৮ মার্চ ২০১৭

অভিজাত এলাকা দাবি করলেও রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের প্রায় সব রাস্তাই চলাচলের অনুপযোগী। গর্ত আর নোংরা পানিতে, অর্ধেকের বেশি রাস্তা সয়লাব হয়ে থাকে বছরের বেশীর ভাগ সময়। সরকারি দফতর ও জনপ্রতিনিধিদের কাছে, বছরের পর বছর ধরনা দিয়েও কোন ফল পাননি এলাকার বাসিন্দারা। দূর্ভোগকে অনেকটা নিয়তি মেনেই, ভবিষ্যতে উন্নয়নের আশায় আছেন তারা। চাষের কোন জমি ভেবে, বিভ্রান্ত হতে পারেন অনেকেই। তবে বাস্তবে রাজধানীর অভিজাত এলাকা উত্তরার অংশ। ভাঙ্গা, কর্দমাক্ত, আর, নোংরা পরিবেশে চলাচলের প্রায় অনুপযোগী এই চিত্র উত্তরা দশ নম্বর সেক্টরের। ১৯৯০ সালে, প্লট বরাদ্দ পাবার পর, আর কখনই, মেরামত করা হয়নি, রাস্তাগুলো। অধুনিকতার ছোঁয়া বাসাবাড়িতে আছে ঠিকই, কিন্তু রাস্তার করুণ দশায় বিপাকে এলাকার বাসিন্দারা। রাস্তা সংস্কারের, চেষ্টাও যে এলাকাবাসী করেননি, তেমনটাও নয়। তবে দফায় দফায়, রাজউক কিংবা সিটি কর্পোরেশনে চৌকাঠে ধর্ণা দিয়েও কোন ফল মেলেনি। মিলেছে, শুধু আশ্বাসের বানী। রাষ্ট্রীয়, এক প্রতিষ্ঠান, নিজের দায় দিচ্ছে অপর প্রতিষ্ঠানের ওপর। দূর্ভোগের অন্ধকারেই থাকছে, অসহায় মানুষ। যদিও, সিটি কর্পোরেশন দ্রুতই সংস্কার কাজ শুরু পুরনো রেকর্ড এখনও বাজাচ্ছে। আশ্বাস যাই দেয়া হোক, অবহেলিত এই এলাকার নাগরিকরা এখন সন্দিহান, আদৌ রাস্তাগুলোগুলো মেরামত করা হবে কি-না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি