ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৭ জানুয়ারি ২০১৯

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আজ সোমবার দ্বিতীয়দিনের মতো রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা।

সোমবার সকালে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। দুপুর ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের সামনে আন্দোলনকারী পোশাক শ্রমিকরা এনা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকদের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়।

অবরোধ সরিয়ে দিতে সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এসে তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। শ্রমিকরা তখন সরে গেলেও কিছুক্ষণ পরই তারা এসে আবারও সড়কে অবস্থান নেন। পরে সড়কের ওই বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। পায়ে হেঁটেই তাদেরকে গন্তব্যের দিকে যাত্রা করতে দেখা যায়। এছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, এর আগে গতকাল রোববারও একই দাবিতে সড়কটি অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি