ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরায় বাস চাপায় নারী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরায় রাইদা বাস চাপায় জেনেদা বেগম নামে এক নারী নিহতের ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার সকালে উত্তরা হাউস বিল্ডিং বাসস্ট্যান্ডে উত্তরার সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

পরে পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন।

বেলা পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পযর্ন্ত ১ ঘন্টাব্যাপী ঢাকা থেকে টঙ্গীমুখী মহাসড়ক অবরোধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এসময় বক্তব্য রাখেন উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান,  সাইফুল ইসলাম ভূইয়া, মো: মনির হোসেন, নিহত নারীর স্বামী আব্দুল গণি, তার মেয়ে নিলুফার ইয়াসমিন। 

দোষী বাস চালকের সঠিক বিচার এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, রাইদা পরিবহনের ২টি বাস বেপরোয়াভাবে ওভারটেকিং করার সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উত্তরা জমজম টাওয়ারের মোড়ে রাস্তা পারাপার হতে যেয়ে বাস চাপায় উত্তরা কর কমিশনার অফিসের ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। 

এই ঘটনার জের ধরে আবাসিক এলাকায় বাস চলাচল বন্ধ, লাইসেন্স ছাড়া বাস লেগুনা চালনা বন্ধ,
অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ী চালনা বন্ধ, রাইদা পরিবহনের অভিযুক্ত গ্রেফতারকৃত আসামিদের সঠিক বিচার ও রাইদা বাসচাপায় নিহত নারীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি