ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরা বিমানবন্দরের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের একজন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও অন্যজন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও যাত্রী কাজল আক্তার (৩৫)। 

উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউট গেটের ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “জানতে পেরেছি কাভার্ডভ্যানের ধাক্কায় এই ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি