ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

উত্তরের পরমাণু পরীক্ষার জবাবে দক্ষিণের ক্ষেপণাস্ত্র মহড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ৪ সেপ্টেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার ৬ষ্ঠ পারমানবিক পরীক্ষার প্রতিক্রিয়ায় দেশটির পারমাণবিক কেন্দ্রের উপর হামলা চালানোর জন্য একটি ক্ষেপনান্ত্র মহড়া চালয়িছেে দক্ষিণ কোরিয়া। এই মহড়ায় দক্ষিণ কোরিয়াকে পূর্ব উপকূল থেকে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুড়তে দেখা গেছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পরমাণু অস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া।  দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। এমনকি মার্কিন ভূখন্ডেও হামলার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। এ নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা চলছে।  

এরই মধ্যে মর্কিন প্রতরক্ষামন্ত্রী ম্যাটিস হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন , তার মিত্র দেশের প্রতি যে কোনো ধরনের হুমকির জবাব কঠোরভাবে দেয়া হবে । মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুমকির পরই দাক্ষিণ কোরিয়া ক্ষেপনাস্ত্র ড্রিল পরিচালনা করল। দক্ষিণ কোরিয়ার  পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশয়িা। সূত্র : বিবিসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি