ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তাল রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯, ১৫ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের মারধর, সহকারী প্রভোস্টের সঙ্গে ধাক্কাধাক্কি ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে উত্তাল রাবিপ্রবি।

মঙ্গলবার বিকালে শিক্ষার্থীদের খোঁজখবর নেয়ার জন্য অস্থায়ী হল পরিদর্শনে আসেন রাবিপ্রবি উপাচার্য। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় ও তাদের সমস্যা ও প্রতিকারের উপায় বিষয়ে নানা কথা বলেন। 

সমস্যার কথা শুনে ভাড়া করা হলের দায়িত্বে থাকা শাহ্ স্কুলের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সঙ্গে আলোচনার করার জন্য তাঁকে আমন্ত্রন জানান প্রভোস্ট। স্বাভাবিক আলোচনার এক পর্যায়ে মুজিবুর রহমান মেজাজ হারিয়ে উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে শিক্ষার্থীরা তার উপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

এসময় তিনি রাবিপ্রবিয়ানদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকারী প্রভোস্ট সজীব ত্রিপুরা বাধা দিলে তিনি তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান।

এসময় উপস্থিত শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করেন। অসৌজন্যমূলক আচরণের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

স্থানীয় প্রশাসনের সাহায্যে দীর্ঘ এক ঘন্টার আলোচনার পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে পুলিশি প্রহরায় আলোচনা স্থান থেকে বেরিয়ে যান মজিবুর। তিনি বলেন, “আমার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চাই। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

এরপরে এক আলোচনায় উপাচার্য পুরো পরিস্থিতি বর্ণনা করে বলেন, “মুজিবর রহমান তার কৃতকর্মের দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এসময় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের শান্ত ও সুশৃঙখলভাবে হলে ফেরার আহ্বান জানান উপাচার্য।

উল্লেখ্য, শুরু থেকেই শাহ বহুমুখী স্কুলের ভাড়া করা হলে রাবিপ্রবি শিক্ষার্থীরা অবস্থান করে আসছে। উপযুক্ত পরিবেশ আর নানা প্রতিকূলতার মাঝে বিশ্ববিদ্যালয় যখন নিজেদের স্থায়ী হলের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ঠিক তখনই এমন ঘটনা রীতিমতো শিক্ষার্থীদের বুকে দাগ কেটেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি