ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইটিভির উপস্থাপকের উপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২২ আগস্ট ২০২২ | আপডেট: ১১:৩৮, ২২ আগস্ট ২০২২

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাব্বির আহমেদ ও তার ছোট ভাই ইমন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাব্বির আহমেদ ও তার ছোট ভাই ইমন।

উত্ত্যক্তের প্রতিবাদ করায় একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক সাব্বির আহমেদ ও তার ছোটভাই ইমন হোসেন শান্তকে পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে তুরাগ থানার ধৌর এলাকার উত্তরণ হাউজিং প্রজেক্টে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ছোটভাই ইমন হোসেন শান্তকে নিয়ে হাঁটতে বের হন সাব্বির আহমেদ। এ সময় ওই এলাকার তিন ছেলে মিলে দুটি মেয়েকে উত্ত্যক্ত করতে দেখে তাদেরকে বাধা দেন দুই ভাই। 

এরপরই ওই তিন যুবক ফোন করে আরও ১৫-২০ জনকে ডেকে নিয়ে একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক সাব্বির আহমেদ ও তার ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। এতে দুই ভাই মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে উত্তরা ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করে দেয়। আহত ইমনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

সাব্বির বলেন, “মেয়ে দুইটিকে…খুব বাজে সিচুয়েশন করছিল।  মেয়ে দুটির ১৩-১৪ বছর বয়স হবে হয়ত। সন্ধ্যার পর হেঁটে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, কোনোরকমে তারা সেফলি গেছে।”  

হামলাকারীদের সম্পর্কে তিনি বলেন, “ওরা কিশোর গ্যাং।  ওদের চোখ, কথাবার্তার ধরন দেখেই মনে হয়েছে ওরা নেশাগ্রস্ত। এ কারণে আমরা বেশিকিছু বলিনি। এই ছেলেগুলো ওখানে ঘুরে বেড়ায় সবসময়ই। মূলত তারা টিকটক করে, ছিনতাই করে।  এখন আমরা কি করব, থামাতে তো পারি না।”

এএইচ//এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি