উদযাপিত হলো উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশিত : ১২:০৫, ৩০ অক্টোবর ২০১৭
উদযাপিত হল দেশের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠন উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার বিকালে ঢাকার শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ কৃষকনেতা কাজী সোহরাব হোসেন।
‘চলছি তো অবিরাম মানুষের মিছিলে, লড়ছি তো মুক্তির শপথে’ শ্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উদ্বোধক কাজী সোহরাব হোসেন। এসময় সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ।
উদ্বোধন ঘোষণার পর সংগঠন সঙ্গীত ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে’পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
এরপর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।
এ পর্বের শুরুতেই প্রদর্শিত হয় সদ্যপ্রয়াত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ও উদীচীর উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডলের জীবনীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘ফায়ারম্যান’। প্রমাণ্যচিত্রটির গবেষণা ও নির্দেশনা দিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ।
প্রদর্শনী শেষে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
আলোচক হিসেবে অংশ নেন কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানী, শিল্পী আনোয়ার হোসেন, উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি মাহফুজা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
সব শেষে ছিলো বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা।
এসএ/এআর
আরও পড়ুন