ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

উদাসীনতার জন্য খুন ধর্ষণের মত অপকর্ম করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১২ মে ২০১৭ | আপডেট: ১৯:১৪, ১২ মে ২০১৭

সরকারের উদাসীনতার জন্য খুন ধর্ষণের মত অপকর্ম করেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমারন এইচ সরকার।
খুন ও ধর্ষনের বিচারের দাবিতে বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন তিনি। ইমরান বলেন, অপরাধীরা উচ্চবিত্ত বা ক্ষমতাবান হলে রাষ্ট্রের আচরণ নমনীয় হয়ে যায়। খুন-ধর্ষণের বিচার না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি