ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উদ্বাস্তু শিশুর মানবিকতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২ জুন ২০১৮ | আপডেট: ১০:১৭, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রত্যেকদিনে জীবনে সবাই ব্যস্ত৷ উদ্বাস্তুদের খবর শুধুই থেকে যায় সংবাদপত্রের শিরোনামে। তবে কখনও কখনও কিছু খবর সত্যিই নাড়া দিয়ে যায়, কোনও ছবি কাঁপিয়ে দেয় হৃদয়। ঠিক যেমন সমুদ্রের পাশে এক ছোট্ট শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে শিউরে উঠেছিল সবাই।

এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই একটি ছবি, যেখানে উদ্বাস্ত শিশুর মুখ বুঝিয়ে দিচ্ছে তার কঠিন পরিস্থিতি।

শিশুটি এক সাংবাদিককে দেখে তার দিকে খাবার এগিয়ে দিচ্ছে৷ তারা নিজেরাই ঠিক মত খেতে পায় না৷ সেই ছবিটি গোটা স্যোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায়।

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি