ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ১৭ নভেম্বর ২০১৮

উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে গত ৯ ও ১০ নভেম্বর ভারতের মুর্শিদাবাদে মুর্শিদাবাদ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এমডিআই) ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন এমডিআই’র পরিচালক। কর্মশালায় ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতিতে অধ্যয়নরত ১০ শিক্ষার্থী অংশ নেন।

উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে দক্ষতা অর্জনসহ উদ্যোক্তা তৈরিতে এই কর্মশালা ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়। ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি কোর্সের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা মনোভাব মানুষকে স্বকর্মসংস্থানে সহায়তা করে ও দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি