ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

উনিশের উচ্ছ্বাসে চ্যানেল আই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ১ অক্টোবর ২০১৭

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১ অক্টোবর, ১৯ বছরে পা রেখেছে চ্যানেল আই। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়।

আগত অতিথিদের সঙ্গে নিয়ে ১৯টি কেক কেটে ১৯ বছরের পথচলার যাত্রা শুরু করে চ্যানেলটি।

চ্যানেল আই পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, বিএনপির ভাইস চেয়ারম্যঅন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিল্পী কনা রেজা।

উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশিদ মজুমদার ও মুকিত মজুমদার বাবু,  সৈয়দ নুরুল ইসলাম, ফারজানা ব্রাউনিয়াসহ চ্যানেল আই পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর আজকের দিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি