ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগের সড়কে অভ্যুত্থানে আহতরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ২ জানুয়ারি ২০২৫

স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ব্যক্তিরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা সড়কে নেমে অবস্থান নেন। তবে আধঘণ্টা পর তারা সড়ক ছেড়ে দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ বাংলানিউজকে বলেন, অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি শাহবাগে অবস্থান নেন। তারা আধাঘণ্টা সড়কে ছিলেন। পরে তারা সরে যান। এখন দুই পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক।


এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি