উন্নত জাতের ভেড়া পালন করে স্বাবলম্বী খামারীরা
প্রকাশিত : ০৯:৪৭, ৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:৪৭, ৬ জুন ২০১৬
উন্নত জাতের ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন মেহেরপুরের খামারীরা। স্বল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন ভেড়া পালনে। এতে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের। খামীদের সার্বিক সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ।
মেহেরপুর মুজিবনগরের তারানগর গ্রামের রোকনউদ্দিন, বেকারত্ব ঘোচাতে ২ হাজার সালে শুরু করেন ভেড়া পালন। ভারত ও দেশী ভেড়ায় সমন্বয়ে উৎপাদন করেন উন্নত জাতের ভেড়া। সেই থেকে শুরু সামনে এগিয়ে চলা। প্রতিবছর বিক্রি করছেন ২ থেকে ৩’শ ভেড়া । নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সুযোগ করে দিয়েছেন অনেকের কর্মসংস্থানের ।
রোকনউদ্দিনের সফলতায় ভেড়া পালনে এগিয়ে এসেছেন আরো অনেকে। এখন জেলার তিন উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে ভেড়ার খামার। এ জাতের ভেড়ার রোগ বালাই কম। বছরে দ’ুবারে বাচ্চা দেয় ৩ থেকে ৫টি।
ভেড়া পালনে খামারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হয় বলে জানালেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা।
মেহেরপুরে ছোট বড় মিলে ১শ’ ৫৫ টি ভেঁড়ার খামার রয়েছে, এসংখ্যা আরো বাড়বে বলে আশা করছে খামারীরা।
আরও পড়ুন