ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

উন্নয়ন মেলা শুরু বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১২, ১০ জানুয়ারি ২০১৮

দেশব্যাপী উন্নয়ন মেলা শুরু হবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। এদিন দেশের সব জেলা ও উপজেলায় শুরু হওয়া উন্নয়ন মেলা চলবে আগামী শনিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত করতে সরকারের বহুমুখী উন্নয়ন ও সাফল্য জনগণের কাছে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে একযোগে দেশব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৮’ উদ্বোধন করবেন।

শুধু দেশেই নয়, বিদেশেও এ মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দূতাবাসগুলোও সুবিধামতো এ মেলার আয়োজন করবে। মেলা বাস্তবায়ন পরিবীক্ষণের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক খলিলুর রহমান।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি