উন্নয়নশীল দেশের বেশীরভাগ মানুষ নিজেদের পরিচয় দিতে চায় বিশ্ব নাগরিক হিসেবে
প্রকাশিত : ১৫:০৬, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:০৬, ২৯ এপ্রিল ২০১৬
দেশ, ধর্ম আর জাতীয়তার বাইরে উন্নয়নশীল দেশের বেশীরভাগ মানুষ এখন নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে পরিচয় দিতে চায়। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের জরিপে উঠে এসেছে এমন তথ্য। শিল্প উন্নত এবং উন্নয়নশীল মিলিয়ে ১৮টি দেশের ২০ হাজার মানুষের উপর এই জরিপ করা হয়। উন্নয়নশীল দেশগুলোর জরিপ বলছে, ৫৬ শতাংশ মানুষ নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে বিবেচনা করে।
বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে ক্রমেই বিস্তুত হতে থাকে বিশ্বায়নের ধারণা। ধর্মের গন্ডি পেরিয়ে, রাজনৈতিক সীমানা টপকে বিশ্বকে এক সুতোয় গাঁথার তত্ত্ব নিয়ে এগুতে থাকেন একদল স্বপ্নবান মানুষ। একবিংশ শতাব্দীতে সেই স্বপ্ন আরো পরিপক্ক। বিবিসির জরিপও বলছে, এ’ ধরণের মনোবাসনা ক্রমশ বাড়ছে উন্নয়নশীল দেশের বেশিরভাগ মানুষের মধ্যে।
জরিপের তথ্য অনুযায়ি, নাইজেরিয়ার ৭৩ শতাংশ, পেরুর ৭০ এবং ভারতের ৬৭ শতাংশ মানুষ নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতেই বেশী পছন্দ করে।
তবে, শিল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে এই হার কিছুটা কম। জার্মানির ৩০ শতাংশ মানুষ রয়েছে এই দলে। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার অনেক মানুষও বিশ্ব নাগরিক হওয়ার পক্ষে।
এদিকে, সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেয়ার ব্যাপারেও জানতে চাওয়া হয় জরিপে অংশগ্রহণকারীদের কাছে। জার্মানির ৫৪ শতাংশ, ব্রিটেনের ৭২ আর যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ নাগরিক সিরিয়দের নিজ দেশে আশ্রয় দিতে চায়।
জরিপ বলছে, অধিকাংশ মানুষ ধর্মের ভিত্তিতে পরিচয় দিতে না চাইলেও উল্টো চিত্র পাকিস্তানে। দেশটির ৪৩ শতাংশ নাগরিক নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতেই আগ্রহী।
আরও পড়ুন