ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

উন্নয়নে নারীদের সম্পৃক্ত করে অনন্য নজির সৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৮ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উন্নয়নে নারীদের সম্পৃক্ত করে অনন্য নজির সৃষ্টি করেছেন।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা যুব মহিলা লীগের নব-নির্বাচিত সভাপতি নাসরিন জান্নাত শাওনকে দেয়া এক সংবর্ধনা সভায় বক্তারা এ কথা বলেন। এসময় সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. আশরাফুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি