ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আগামী নির্বাচনেও জয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:২৯, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:২৯, ২৩ অক্টোবর ২০১৬

দেশের উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে জয়ী করার জন্য নেতাকর্মীদেরকে কাজ করার আহবান হানিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় কাউন্সিলের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। দলে নতুন নেতৃত্ব আনারও আহ্বান জানান শেখ হাসিনা। গঠনতন্ত্র ও ঘোষনাপত্র সংশোধনের পর আজই আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা রয়েছে। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে, সারাদেশ থেকে আসা কাউন্সিলররা সকাল থেকেই ভিড় করেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গনে। রুদ্ধদ্বার অধিবেশনে যোগ দেন সাড়ে ছয় হাজারেরও বেশী কাউন্সিলর। বেলা ১০টা নাগাদ এসে পৌছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উদ্বোধনী ভাষণে আবারো নতুন নেতৃত্ব আনার আহ্বান জানান শেখ হাসিনা। তবে কাউন্সিলররা সমস্বরে ‘না’, ‘না’ বলে তার এ বক্তব্যের বিরোধিতা করেন। শেখ হাসিনা তার বক্তব্যে, নেতাকর্মীদেরকে আ্গামী নির্বাচনেও দলকে বিজয়ী করতে কাজ করার আহবান জানান। দুপুর ১২টার দিকে সম্মেলনে যোগ দেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়। শেখ হাসিনার ভাষণের পর শুরু হয় দলের সাংগঠনিক বিষয়ে বক্তব্য শুরু করেন কাউন্সিলররা।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি