ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

উন্নয়নের রাজনীতির ব্যাপারে বিরোধীদলের আগ্রহ নেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৮ মার্চ ২০১৭

উন্নয়নের রাজনীতির ব্যাপারে বিরোধীদলের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তরে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এসময় বিরোধী দল রাজনৈতিক স্থান পাচ্ছে না- এমন অভিযোগ মিথ্যা উল্লেখ করে বলেন, মিটিং-মিছিল, সভা-সমাবেশসহ টিভি চ্যানেলগুলোতে অহরহ কথা বলার সুযোগ পাচ্ছে তারা। এছাড়া জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাস ও উগ্রবাদী সহিংসতা দমনে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ভাষণ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বঙ্গবন্ধু কন্যা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি