ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

উপ-নির্বাচনে নওয়াজের স্ত্রীর জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম  নওয়াজ লাহোরের একটি আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়েছেন। পানামা পেপার্স কেলেঙ্কারিতে জড়িয়ে নওয়াজ প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ায় রোববার তার আসনে উপনির্বাচন হয়। নির্বাচনে কুলসুম নওয়াজের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খানের দল পিটিআইর (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ) প্রার্থী ইয়াসমিন রশীদ।

নওয়াজ শরিফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাহোরের এনএ-১২০ আসনে ৬৬ বছর বয়স্ক কুলসুম নওয়াজ ৬১,২৫৪ ভোট পেয়ে জয় লাভ করেছেন। অন্যদিকে পিটিআইর প্রার্থী ইয়াসমিন রশীদ পেয়েছেন ৪৭,০৬৬ ভোট। এই আসনে তিন লাখেরও বেশি ভোটার আছে বলে জানা গেছে। ২২০টি কেন্দ্রে সকাল থেকে বিকাল পর‌্যন্ত ভোগ গ্রহণ হয়। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রার্থী কুলসুম নওয়াজের পক্ষে নির্বাচনী প্রচারণা তার মেয়ে মরিয়ম নওয়াজ। প্রচারণা বেশ সাড়া ফেলেন তিনি।

সূত্র:বিবিসি, আলজাজিরা ও ডন।

//এম//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি