ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

উপকূলে আবারও নৌকাডুবি, ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৩১ অক্টোবর ২০১৭

বঙ্গোপসাগরে আবারও রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির খবর পাওয়া গেছে ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমরার রাতে মিয়ানমার উপকূল থেকে প্রায় ৪০ জন রোহিঙ্গা নৌকা দিয়ে বাংলাদেশে আসে। নৌকাটি টেকনাফ উপকূলের মহেষখালীয়া পাড়া সৈকতে রোহিঙ্গাদের নামিয়ে দিতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এসময় ১৫/২০ জন রোহিঙ্গা নারী শিশু ও পুরুষ উপকূলে উঠলেও বাকীরা নিখোঁজ হন।

স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, সোমবার দিবাগত রাতে টেকনাফ সদরের মহেষখালীয়া পাড়া সৈকতে এক শিশু ও টেকনাফ সদর হাসপাতালে এক শিশুসহ দুই শিশুর লাশ পাওয়া যায়। মঙ্গলবার সকালে টেকনাফের শামলাপুর উপকূলে তিন শিশু এবং উখিয়া উপজেলার জালিয়া পালং উপকূলে আরও ১ বৃদ্ধসহ মোট চার জনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ১২ ঘণ্টায় ৫ শিশুসহ মোট ৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাঞ্চন কান্তি দাস তিনজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি