ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে ভুল করবে : তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯:১৩, ২৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২০:৪৯, ২৪ জানুয়ারি ২০১৯

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী উপজেলা নির্বাচনে অংশ না নিলে বিএনপি তাদের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।

‘এটি হবে আত্মহনের শামিল’ উল্লেখ করে তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে অংশ না নিলে তা হবে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার মতো একটা মহাভুল।
বুধবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, আমি স্বীকার করি তিনি একজন সজ্জন ব্যক্তি, তবে সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন।
নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, কিন্তু মহাসচিব হিসেবে তিনি পুরোপুরি ব্যর্থ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় নির্বাচনের দিনকে অর্থাৎ ৩০ ডিসেম্বরকে জাতীয় বিপর্যয় দিবস হিসেবে পালনের যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে সাংবাদিকরা হাছান মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর দিনটি বিএনপি তাদের বিপর্যয় দিবস হিসেবে পালন করতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের কাজের সমালোচনার অধিকার প্রত্যেকের আছে। তবে সমালোচনা গঠনমূলক হলেই আমরা তা গ্রহণ করি, যাতে রাষ্ট্রের ক্ষতি না হয়।

তথ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই আবাসনসহ সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আসলে আমি তৃণমূল পর্যায়ের একজন কর্মী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলের মুখপাত্র এবং প্রচার সম্পাদকের দায়িত্ব দেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঝুঁকি না নিয়ে কেউ সফল হয় না। আমি আমার শৈশব থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছি। শিবির বহুবার আমাকে হত্যা করার জন্য টার্গেট করেছে, তবে আমি আশ্চর্যজনকভাবে বেঁচে গেছি।
মোটরসাইকেল আরোহীদের সম্পর্কে হাছান মাহমুদ বলেন, যারা মোটরসাইকেল চালান, তাদের প্রত্যেকের নিজেদের স্বার্থেই হেলমেট পরা উচিৎ। মোটরসাইকেল আরোহীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন বলে মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: বাসস।

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি