ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ভিডিও)

প্রকাশিত : ১০:৫৮, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৫২, ৬ মার্চ ২০১৯

নির্বাচন ঘিরে নাটোরের ৬ উপজেলা এখন সরগরম। সব ক’টিতেই আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ নির্বাচন এবং এলাকার কাঙ্খিত উন্নয়ন।

১০ মার্চ নাটোরের ৬টি উপজেলায় প্রথম দফা নির্বাচন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরইমধ্যে বিজয়ী হয়েছেন শরীফুল ইসলাম রমজান। বাকি ৫ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৪ জন।

নৌকা প্রতীকে দলের মনোনয়ন ছাড়াও সতন্ত্র হয়ে লড়ছেন কয়েকজন আওয়ামী লীগ নেতা। সিনিয়র নেতারা বলছেন, কমিটি করে বিষয়গুলি সুরাহার চেষ্টা চলছে।

এদিকে সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ দুইজন বিদ্রোহী এবং ১ জন ওয়াকার্স পার্টি ও একজন জাকের পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগাতিপাড়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সেকেন্দার রহমান। আর স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন অহিদুল ইসলাম গকুল।

লালপুর উপজেলায় প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থী ইছাহাক আলী। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি।

গুরুদাসপুর, বড়াইগ্রামেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুমুল প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি