ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘উপযুক্ত সময়ে কর্মসূচি দেওয়া হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, শুধু নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কোনো স্বৈরাচারী সরকারকে পৃথিবীর কোথাও অপসারণ করা সম্ভব হয়নি। তাই সেই উপলব্ধি থেকে উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে। এবং সে কর্মসূচি সফল হবে বলে মনে করছেন মওদুদ।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মওদুদ। এ সময় তার সঙ্গে ছিলেন নোয়াখালীর সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

মওদুদ বলেন, ঈদের ছুটিতে নোয়াখালীর নিজ বাড়িতে অবরুদ্ধ হওয়া দলীয় কোন্দলে নয়। এটা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ইশারায়। আর শুধু নোয়াখালী নয়, সারা দেশেই বিএনপি নেতাকমীদের ওপর চলছে দমন পীড়ন। তবে এ অবস্থা আর বেশি দিন চলবে না।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি