উভয় স্টক এক্সচেঞ্জে র হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান
প্রকাশিত : ১৯:৫৯, ১৮ এপ্রিল ২০১৭
সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২০৪টির, আর ৩২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৭০৫ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২৪ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৭১ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৩৬টির, আর ৩২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে প্রায় ৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন