উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন কমেছে
প্রকাশিত : ১৫:৪৯, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ১৬ মার্চ ২০১৬
সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৩টি, কমেছে ১৪৮টির, আর ৪৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৭০ কোটি ৭৪ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২৯ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৬টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ১০৩ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন