ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উরুগুয়ের কৌশল নিয়ে চিন্তিত গ্রিজম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

উরুগুয়ের খেলার ধরণটাই এমন। ডিফেন্সটা দুর্ভেদ্য দেওয়াল বানিয়ে, সুযোগে কাভানি-সুয়ারেজকে দিয়ে গোল করানোই যেমন দলটির কৌশল হয়ে উঠেছে। আর তাদের খেলার কৌশলকে নিজ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তুলনা করেছেন ফ্রেঞ্চ তারকা আন্তোইন গ্রিজম্যান। উরুগুয়ের রক্ষণসূলভ এমন খেলায় প্রতিপক্ষের ফুটবলাররা বিরক্ত হন বলেও যোগ করেন তিনি।

তবে উরুগুয়ে যতই ছক কষেন না কেন, তাদের দুর্গে ভাঙ্গন ধরাতে প্রস্তুত এমবাপ্পে-পগবা-গ্রীজম্যানরা। ৬ই জুলাই রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে-ফ্রান্স। ডিফেন্সিভ কৌশলে এবারের আসরের সেরা উরুগুয়ে। গ্রুপ পর্বে উরুগুয়ে একমাত্র দল যারা একটি গোলও হজম করেনি।

গ্রিজম্যান বলেন, ‘উরুগুয়ের খেলা অ্যাটলেটিকোর মতো। তারা সময় নিয়ে খেলে। ম্যাচটা বিরক্তিকর হতে পারে এবং তারা সেটি আমাদের ওপর চাপিয়ে দিয়ে সুযোগ নিতে চাইবে। আমাদেরকে অবশ্যই এর সঙ্গে মানিতে নিতে হবে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি