পুঁজিবাজারের সব খবর
উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার
প্রকাশিত : ২৩:১২, ১৯ জুলাই ২০১৮
সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করলো দেশের পুঁজিাবাজার। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৩টির, আর ৩৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৯১২ কোটি ২৩ লাখ টাকা।
সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১১২টির, আর ১৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি-
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে ইমাম বাটন, এমবী ফার্মা, শ্যামপুর সুগার ও আরামিট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়।
২২ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং
গ্ল্যাক্সো স্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২২ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
২৩ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং
ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক ও প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
২৪ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং
ডাচবাংলা ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স ও লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
২৫ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
জাহিন স্পিনিং মিলস
জাহিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
২৬ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং
বাট সু, ফ্যাস ফাইন্যান্স, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স-
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
৩১ জুলাই যেসব কোম্পানির বোর্ড মিটিং
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্পট মার্কেটের খবর
পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।
স্বাভাবিক লেনদেন শুরু
রেকর্ড ডেটের পর ২২ জুলাই এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।
এসএইচ/
আরও পড়ুন