
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উলফবুর্গের কাছে ২-০ গোলে হেরেছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ।
নিজেদের মাঠে শুরু থেকেই রিয়ালের সঙ্গে সমান তালে লড়তে থাকে উলফসবুর্গ। খেলার ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রডরিগেজ। এরপরও আক্রমষের ধারা অব্যাহত রাখে উলফসবুগ।
৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরনল্ড। বাকি সময়ে শত চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি রিয়াল। ফলে ২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জিদানের শিষ্যদের।