ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উল্টো বই পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র কয়দিন আগেই এনগেজমেন্ট পর্বটি সারলেন। এর মাঝে দুজন ঘুরতে বেরিয়েছেন এমন ছবিও কয়দিন আগে ভাইরাল হয়। এবার হবু স্ত্রী শুভশ্রীর বই পড়া একটি ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন রাজ চক্রবর্তী।

সেখানে দেখা যায় শুভশ্রী বই পড়ছেন। পিছন থেকে উঁকি দিচ্ছেন রাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী। ট্যাগ লাইনে লিখেছেন ``Always busy with #books what about #me ???``। অর্থাৎ রাজের কথা মতো শুভশ্রী সবসময় বই নিয়ে ব্যস্ত থাকেন। অথচ ছবিতে দেখা যায় শুভশ্রী উল্টো বই ধরেছেন। আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন শুভশ্রী। সকলেই প্রশ্ন করেন শুভশ্রী উল্টো করে কেন বই পড়ছেন?

তবে ট্রোলড হওয়ার পর তার জবাবও দিয়েছেন শুভশ্রী। তার কথায় বইটি টুইন ওয়ান। অর্থাৎ দুদিক দিয়েই পড়া যায়। বিষয়টি খোলসা করতে একটি ভিডিওতে তার পুরো বিষয়টিই দেখিয়েছেন তিনি।   

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি