উল্লাপাড়ার অরক্ষিত সেই রেলক্রসিংয়ে গেটম্যান নিযুক্ত
প্রকাশিত : ১০:৪০, ১৯ জুলাই ২০১৯
বিয়ের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ১১ জন নিহতের ঘটনার পর ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেল পথের উল্লাপাড়ার বেতকান্দির সেই অরক্ষিত রেলক্রসিংয়ে একজন গেটম্যান নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি রেলক্রসিংয়ের দু’পাশে বাঁশের দুটি ব্যারিকেড দেয়া হয়েছে বলে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানিয়েছেন।
শুক্রবার সকাল থেকে গেটম্যান বিপ্লব কুমার দাস (৩০) এই কর্মস্থলে যোগদান করেছেন। ওই রেলক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে উভয় পাশে প্রায় আধ কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। দু’একদিনের মধ্যে ওই রেল লাইনের আশপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান ওসি হারুন মজুমদার।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় উল্লাপাড়ার এনায়েতপুর গুচ্ছগ্রাম থেকে সিরাজগঞ্জগামী একটি বিয়ের মাইক্রোবাস বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে বর-কনেসহ মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। আরো আহত হন কয়েকজন। এই মর্মান্তিক ঘটনা তদন্তে রেলওয়ে বিভাগ ও জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে।
আরও পড়ুন