ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উল্লাসে মাতোয়োরা আর্জেন্টাইন ফুটবলাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নাইজেরিয়াকে হারিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মঙ্গলবার রাতে সেন্ট পিটার্সবার্গে ম্যাচ শেষ হওয়ার পরে স্টেডিয়ামেই উৎসবে মেতে উঠেছিলেন আর্জেন্টিনা ভক্তরা। দেখা গিয়েছিল দুহাত উঁচু করে ধরে রেখেছেন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। তাদের সেই উল্লাস যে আর্জেন্টাইন টিম বাসে গিয়েও আঁচড়ে পড়েছে।

স্টেডিয়াম থেকে বেরিয়ে টিম বাসে উঠেই গান গাইতে শুরু করেন সার্জিও আগুয়েরো, মার্কোস রোহো ও বানেগারা। তাঁদের সঙ্গে গলা মিলিয়ে নাচতে শুরু করেন বাকিরাও। গঞ্জালো হিগুয়াইন তো সিটের উপরে দাঁড়িয়ে বাসের ছাদেই বাজনা বাজাতে শুরু করেন। চমকের এখানেই শেষ নয়। নাইজেরিয়া ম্যাচের পরে মেসিকে ঘিরে ধরেছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। আর্জেন্টিনার এক সাংবাদিক তাঁকে বলেন, ‘‘তোমার হয়তো মনে নেই, আমার মা তোমাকে একটি মাদুলি দিয়েছিলেন। তুমি কি সেটা কোথায় ফেলে দিয়েছো।’’ তাঁর কথা শেষ হওয়ার আগেই মেসি বাঁ পায়ের মোজা সরিয়ে দেখান, গোড়ালির ঠিক উপরে বাঁধা রয়েছে সেই মাদুলি! অভিভূত আর্জেন্টিনার সেই সাংবাদিক চিৎকার করে বলেন, ‘‘দেখো মা, মেসি তোমার দেওয়া মাদুলি পরেছে।’’ মঙ্গলবার রাতেই সেন্ট পিটার্সবার্গ থেকে ব্রোনৎসিতে ফিরে এসেছেন মেসি-আগুয়েরো-রা। শেষ ষোলোয় জিনেদিন জিদানের দেশের বিরুদ্ধে আর্জিন্টিনার ম্যাচ ৩০ জুন কাজানে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি