উসমান খানের বোলিং তোপে হোয়াইটওয়াশের পথে শ্রীলঙ্কা
প্রকাশিত : ১৯:১৬, ২৩ অক্টোবর ২০১৭
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের প্রহর গুনছে শ্রীলঙ্কা। ৪-০ ব্যবধানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা শেষ ওয়ানডেতে আরো অসহায়। উসমান খানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০৩ রানেই গুটিয়ে গেছে উপুল থারাঙ্গারা।
টসে জিতে ব্যাট করতে নেমে উসমান খানের দুর্ধ্বর্ষ বোলিংয়ে স্কোর বোর্ডে মাত্র ২০ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। পাঁচটি উইকেটই নেন বাঁহাতি পেসার উসমান খান। থিসার পেরারার ২৫, লাহিরু থিরিমান্নের ১৯ ও সিকুগো প্রসন্নর ১৬ রানের ভর করে ১০৩ রান তুলতে সমর্থ হয় লঙ্কানরা।হাসান আলী ও সাদাব খান নিয়েছেন দুটি করে উইকেট।
১০৪ টার্গেটে খেলতে নেমে প্রতিবেদন লেখার সময় ৮ ওভারে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৩৬ রান। ফখর জামান ২০ ও ইমাম-উল-হক ১৪ রানে ক্রিজে আছেন।নাটকীয় কিছু না ঘটলে হোয়াইটওয়াশই হবে লঙ্কানরা। সূত্র : ক্রিকইনফো।
এমআর