উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আসিফের আহ্বান
প্রকাশিত : ০৮:৩৮, ২১ নভেম্বর ২০২৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের কোনো উস্কানিতে কান না দিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে নাগরিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
আসিফ মাহমুদ এর আগে সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করে বলেন, তাদের দাবি পূরণে সময় লাগবে।
উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের ঘটনা খুবই অপ্রীতিকর এবং ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ মোটেও পরিষ্কার নয়।
প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের অন্যের দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের সাথে যথাযথ চ্যানেলের মাধ্যমে আলোচনা করুন এবং সরকার সমস্যা সমাধানে আপনার কথা শুনতে প্রস্তুত।
নগরীর সায়েন্স ল্যাব এলাকায় বুধবার বিকেলে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩২ জন আহত হয়েছে।
এএইচ
আরও পড়ুন