ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

উহানের ল্যাব থেকে করোনা ছড়ায়নি: ডব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২, ১০ ফেব্রুয়ারি ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস চীনের উহানের ল্যাব থেকে ছড়ানার সম্ভাবনা কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দল।

ভাইরাসটির উৎপত্তিস্থল নামে খ্যাত ওই ল্যাব ও বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সময় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চীনের গবেষণা দলের সাথে যৌথ সংবাদ সম্মেলেন এ তথ্য জানায় ডব্লিউএইচও। 

এ সময় সংস্থার প্রতিনিধি দলের প্রধান পিটার বেন ইমবারেক বলেন, ‘করোনাভাইরাসের উৎপত্তিস্থল শনাক্তে তদন্ত দল খুব মনোযোগ নিয়ে কাজ করলেও ল্যাব থেকে ছড়িয়ে পড়ার মতো কোনো প্রমাণ পায়নি তারা।’

উৎপত্তিস্থল শনাক্তে আরো গভীরভাবে কাজ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। 

প্রসঙ্গত, বিশ্বজুরে মরণঘাতি রূপে আবির্ভূত হওয়া করোনাভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয়। যা পরবর্তীতে বিশ্বের ২১৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। যাতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭০ লাখের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছেন ২৩ লাখ ৩৬ হাজার ভুক্তভোগী। 

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি