ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

উৎপাদন বাড়লেও ভালো নেই কুষ্টিয়ার আখ চাষীরা (ভিডিও)

প্রকাশিত : ১২:৩১, ৭ ফেব্রুয়ারি ২০১৯

উৎপাদন বাড়লেও ভালো নেই কুষ্টিয়ার আখ চাষীরা। আখ সরবরাহ করলেও কুষ্টিয়া সুগার মিল কতৃপক্ষ কৃষকের সাড়ে ১২ কোটি টাকা বকেয়া রেখেছে। এ অবস্থায় আগামী মাড়াই মৌসুমে চিনি উৎপাদনে ধ্বস নামার আশঙ্কা করছেন কৃষক।

চলতি মৌসুমে সাড়ে ১২ হাজার একর জমিতে ৯০ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে কুষ্টিয়া সুগার মিল। সে হিসেবে মিলের কর্মকর্তা-কর্মচারি থেকে শুরু করে কৃষকরা বাড়তি জমিতে আখ চাষ করেন। ফলনও ভাল হয়। আখ সরবরাহ করলেও ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত বকেয়া রেখেছে মিল কর্তৃপক্ষ।

এভাবে হয়রানি হলে আগামী মাড়াই মৌসুমে কুষ্টিয়া জোনে আখ চাষে বিপর্যয় নেমে আসবে বলে জানান কৃষক ও চাষী কল্যাণ সমিতির নেতারা।

চাষীদের পাওনা সাড়ে ১২ কোটি টাকা কবে দেয়া হবে এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত মাত্র ৪৫ হাজার মেট্রিক টন আখ কিনেছে মিল কর্র্তৃপক্ষ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি