ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

উৎসব-আনন্দে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪৬, ২৬ জুন ২০১৭

উৎসব-আনন্দে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এছাড়াও কক্সবাজারসহ তিন পাবর্ত্য জেলায় সম্প্রীতির বন্ধনে ঈদ আনন্দ উদযাপন করেন পাহাড়ি-বাঙ্গলী সম্প্রদায়। এসময় পাহাড় ধসে হতাহতদের জন্য প্রার্থনার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মোনাজাত করা হয়। 

চট্টগ্রামে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। এতে আওয়ামী লীগ ও বিএনবিপসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন ।

এছাড়া, এবছর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে চট্টগ্রামের ১৬১ টি স্থানে ও জেলা প্রশাসনের উদ্যোগে ৯২টি স্থানে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত।

কক্সবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে আটটায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রধান জামাত।

সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রান মুসল্লিরা।

সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পাহাড় ধসে হতাহতদের জন্য বিশেষ মোনাজাত করে মুসল্লিরা।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি