উৎসব ও প্রার্থনায় পালিত হচ্ছে বড়দিন
প্রকাশিত : ১৩:৩০, ২৫ ডিসেম্বর ২০১৭
উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। রোববার রাত থেকেই চার্চগুলোতে পবিত্র বাইবেল থেকে পাঠসহ শুরু হয় নানা আনুষ্ঠানিকতা।
গির্জায়-গির্জায় সমবেত প্রার্থনা সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় শুভ বড় দিনের উৎসব। গির্জাগুলো সেজেছে বর্ণিল আলোয়। ভেতরে ঝলমলে ক্রিসমাস ট্রি। রাত থেকেই প্রার্থনা আর উৎসবে যোগ দিতে যান ভক্তরা। প্রিয় সান্তা ক্লজকে ঘিরে শিশুদের আনন্দ যেন একটু বেশিই।
ঈশ্বরের অপার মহিমা ও মানবজাতিকে পাপ থেকে পরিত্রাণের জন্য এই দিনে যিশুখ্রিষ্টের জন্ম হয়েছিল বলে মনে করেন খৃস্টান ধমাবলম্বীরা। এই দিনে মানবজাতির কল্যাণ ও শান্তি কামনায় করা হচ্ছে বিশেষ প্রার্থনা।বিশ্বময় শান্তির বারতা ছড়িয়ে দিতে যিশুর আবির্ভাব, ভক্তদের কণ্ঠেও উচ্চারিত হলো সেই বারতা।
/ এআর /